Forex ট্রেডারদের জন্য ইনভেস্টর খুঁজে দিতে এক বিশাল আয়োজন !

Invest

আপনি একজন অভিজ্ঞ ট্রেডার  নিয়মিত প্রফিট করেই চলেছেন এখানে ২০,০০০ এর ও বেশি ইনভেস্ট রয়েছে যারা আপনাকে কপি করার জন্য পপ্রস্তুত, কিন্তু সোসাল ট্রেডিং এ আপনার কোনো  MT4  managing  Account না থাকায় এই বিশাল ইনভেস্টর বাহিনি কেউ আপনাকে খুজে পাচেছ না । তারা যদি আপনাকে খুজে পেত তবে তারা আপনাকে কপি করতে পারতো ফলশ্রতিতে আপনি যেভাবে প্রফিট করে চলেছেন তারাও অনুরূপ ভাবে প্রফিট পেতে থাকত । বিনিময়ে ইনভেস্টরদের প্রফিটের ৫০% চলে আসবে আপনার MT4  managing  Account এ, এই অর্থ প্রাপ্তির জন্য আপনাকে অতিরিক্ত কিছুই কেরতে হবে না শুধুমাত্র পূর্বের কার্যক্রম বহাল রাখতে হবে,
এতে করে আপনার আয় উপার্যন বহু গূনে বৃদ্ধি পাবে । এবার সিদ্ধান আপনাকে নিতে হবে ।
কি ভাবে আপনি সোস্যাল ট্রেডিংয়ের এই বিশাল জনসমূদ্রে নিজেকে সম্প্রিক্ত করবেন তার বিস্তারিত নিম্নে অত্যান্ত সহজে উপস্থাপন করা হলো ।

উপার্যন শুরূ করার ‍প্রথম ধাপ ঃ আপনার MT4 Social Trading Manager Account প্রাপ্তির জন্য Registration সম্পূর্ণ করতে হবে ।




উপার্যন শুরূ করার ‍২য় ধাপ ঃ Registration সম্পূর্ণ করার পর Identity Verification এবং  Address verification সম্পূ করতে হবে । আপনি যেহেতু অভিজ্ঞ ট্রেডার সুতরং ভেরিফাইড করার প্রসেস অবশ্যই আপনার অজারা নয় তবু নিয়ম এর বেতিক্রম বিষয় জানিয়ে রাখতে চাই তাহলে কজটি আরো বেশি সহজ হবে ।

  1. Identity Verification এর জন্য আপনি আপনার যে কার্ড টি ( NID/Passport/Driving Licence- এর যে কোন একটি) ব্যাবহার করতে চান সেটির কালার ফটো মোবাইল ফোন অথবা ডিজিটাল  ক্যামেরাতে এমন ভাবে ধারন করতে হবে যেন কার্ডের চারটি কর্ণার সাদ্রিশ্য হয় এবং কার্ডের লিখা পরিস্কার বুঝতে পারা যায় ।
  2. Address verification সম্পূ করতে Last 90 দিনের Bank statement/ last মাসের Utility Bill  এর পেপার 1 এর মত অনুরুপ ভাবে ফটো ধারন করে সাবমিট করতে হবে । Utility Bill  এর পেপার অবশ্যই আপনার নিজ নামে হতে হবে ।
সতর্কতা ঃ শুধু, শুধু  স্কান কপি সাবমিট করে নিজের সময় নষ্ঠ করবেন না কারন এটি কোন ভাবে Approved হবে না ।

উপার্যন শুরূ করার ‍২য় ধাপ ঃ এই ধাপ এর প্রথম কাজ হলো আপনি আপনার পার্সোনাল এরিয়া টি লগইন করে বাম সারির নিচের দিকে সোশ্যাল ট্রেডিং এর উপরে ক্লিক করবেন তাহলে আপনি Join Now একটা বাটন পেয়ে যাবেন সেটিতে ক্লিক করবেন বোঝার সুবিধার্তে নিচের ছবির ইনস্ট্রাকশন ফলো করুন |
 সোশ্যাল ট্রেডিংয়ের জগতে আপনার মত অসংখ্য অভিজ্ঞ ফরেক্স ট্রেডার রয়েছে তাই ইনভেস্টর রাখ কোন অভিজ্ঞ ট্রেডার কে কপি করার পূর্বে ট্রেডিং স্ট্রাটেজি এবং ডিসক্রিপশন বক্স টি পড়ে দেখে তাই আপনি আপনার স্ট্র্যাটেজিক নাম আকর্ষণীয় করে লিখবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনার অভিজ্ঞতা এবং প্রফিট রেশিও নিয়ে লিখবেন এবং নিয়ম মেনে নিচের মত করে একটা পাসওয়ার্ড তৈরি করে নিবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য

সোশ্যাল ট্রেডিং অ্যাকাউন্ট সাধারণত দুই প্রকার হয়

  • Social Standard 
  •  Social Pro
Social Standard একাউন্টে মিনিমাম ডিপোজিট করতে হবে 500 ডলার যার লেবারের সেট করতে পারবেন 1:200
কমিশন সেট করতে পারবেন 5 থেকে 50 পার্সেন্ট |
Social Pro একাউন্টে মিনিমাম ডিপোজিট 2000 ডলার যার নেওয়ালের সেট করতে পারবেন 1:200
কমিশন সাইজ সেট করতে পারবেন 5 থেকে 50 পার্সেন্ট পর্যন্ত | সুতরাং আপনি যে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন তার উপরে ক্লিক করুন যেমন আমি এখানে Social standard একাউন্ট ক্লিক করে মার্ক করেছি কমিশন 50% সেট করেছি, লেভারেজ 1:200 সেট করেছি |
 ইনভেস্টর আপনার অভিজ্ঞতার পাশাপাশি আপনার কমিশন সাইজটাও দেখে নেবে তারা ট্রেডার নির্বাচনের ক্ষেত্রে প্রফিট রেশিও রিক্স রেশিও এবং কমিশন সাইজের দিকে বিশেষ দৃষ্টি দেবে তাই এদিকে নজর রেখে আপনি 5 পার্সেন্ট থেকে 50 পার্সেন্ট পর্যন্ত কমিশন সাইজ সেট করতে পারবেন, নিচের ছবির নির্দেশনা দেখে সবকিছু ঠিকমত করার পর continue' বাটনে ক্লিক করুন
 এবার এখান থেকে ব্রাউজ করে আপনার ডেক্সটপ কিংবা এ স্মার্ট ফোনের গ্যালারি থেকে আপনার নিজের ছবি অথবা আপনার স্ট্রাটেজি নির্দেশিত কোন লোগো প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারেন
 যেমন আমি এখানে ফরেক্স এর চার্ট প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেছি, প্রোফাইল পিকচার পরিবর্তন করা সম্ভব কিন্তু কমিশন সাইজ একবার সিলেট করার পর পরিবর্তন করা সম্ভব নয় সুতরাং কমিশন কত পার্সেন্ট দেওয়া উচিত হবে সেটি আপনাকে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে
 এবার আপনাকে অভিনন্দন সূচক একটা পপ আপ মেসেজ দেওয়া হবে যার নিচে সার্ভার এবং Mt4 অ্যাকাউন্ট নাম্বার প্রদর্শিত হবে এবং কিছুক্ষণ আগে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন উক্ত পাসওয়ার্ড এই Mt4 ট্রেডিং অ্যাকাউন্টের জন্য গণ্য হবে এবার আপনি এখান থেকে ডিপোজিট করবেন এবং এই mt4 লগ ইন ডিটেলস নিয়ে ডেক্সটপে মেটা ট্রেড এ অথবা এ স্মার্টফোনের মেয়েটার ট্রেডে লগইন করে আপনার কার্যক্রম শুরু করবেন আপনার পারফরম্যান্স এবং আপনার প্রোফাইল ইনভেস্টরদের কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব Exness technology Ltd এর |

ডিপোজিট করার জন্য যেসব ইলেকট্রনিক্স পেমেন্ট মেথদ সাপোর্ট করা হয় সেগুলো নিম্নরূপ, এই সমস্ত ইলেকট্রনিক্স পেমেন্ট মেথদ ব্যবহার করে আপনি INSTANT ডিপোজিট এবং উত্তোলন করতে পারবেন  কোন প্রকার চার্জ বা ফি ব্যতীত ।


0/Post a Comment/Comments

Previous Post Next Post