Forex Trading এর মাধ্যমে আপনি আপনার উপার্যনের নতুন রাস্থা তৈরি করতে পারবেন না যতকক্ষন না এ বিষয়ে আপনি সতভাগ জ্ঞান অর্যন করতে সমর্থ হচ্ছেন এবং এই কাজটি করতে অর্থাত Forex Trader হিসাবে নিজেকে সফল প্রমান করতে আপনার ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে কিন্ত আপনাদের জন্য একটি সরল পথ রয়েছে তা হল যে সকল Trader এই দীর্ঘ সময় অতিবাহিত করে সফলতা অর্জন করেছে তাদেরকে কপি করা, এতে করে সফল ট্রেডাররা যেভাবে প্রফিট করে যাচ্ছে অনুরূপ ভাবে আপনার ও প্রফিট হতে থাকবে, আপনি সর্বনিম্ন মাত্র $10 ইনভেস্ট করে অভিজ্ঞ Forex trader - দের Copy Trade করতে পারবেন ।
Copy Trade - করার জন্য প্রয়োজনিয় উপকরন সমূহ :
1. Copy Trading App ( Social Trading App)
2. Electronic Payment methods Apps ( Skrill / Neteller / WebMoney / Perfectmoney এগুলোর যে কোন একটি হলেই হবে ।
যে ভাবে শুরু করতে হবে :
প্রথম পর্ব
অ্যাপ ইন্সটল স্টেপ ১ ঃ নিচের ব্যানার এর GET THE APP বাটনে ক্লিক করুন । তাহলে আপনি আপনার স্মার্ট ফোনে Social Trading অ্যাপ টি আপনার ডিভাইসের নিদ্রিষ্ট স্টোরে “অ্যাপ ইন্সটল স্টেপ ২” এর মত করে দেখতে পাবেন ।
অ্যাপ ইন্সটল স্টেপ ২ ঃ নিম্নের ছবির নির্দেশনা দেখে Social Trading অ্যাপের লগুতে ক্লিক করতে
হবে ।
অ্যাপ ইন্সটল স্টেপ ৩ ঃ নিম্নের ছবির নির্দেশনা মুতাবেক Install বাটনে ক্লিক করতে হবে ।
২য় পর্ব
সাইন-আপ স্টেপ-১ : ইতি মধ্য আপনি ১ম পর্ব সম্পূর্ণ করতে পেরেছেন অর্থত অ্যাপ ইন্সটল করতে
সমর্থ হয়েছেন এবার আপনি আপনার স্মার্ট ফোরেন ইন্সটলরত অ্যাপটি নিচের ছবির নির্দেশনা মুতাবেক ক্লিক করে ওপেন করতে হবে ।
সাইন-আপ স্টেপ-২ : অ্যাপটি ওপেন করার পর নিম্নের ছবির মত GET STARTED বাটনে ক্লিক করতে হবে ।
সাইন-আপ স্টেপ-৩: এবার কান্টি সিলেক্ট করুন এবং আপনি মার্কিন নাগরিক কিংবা বাসিন্দ নন তা নিশ্চিত করতে ছবির নির্দেশনা মোতাবেক টিক চিহ্ন ব্যাবহার করার পর CONTINUE বাটনে ক্লিক করুন ।
সাইন-আপ স্টেপ ৪ : এবার নিজের মেইল আইডি সঠিক ভাবে লিখুন এবং ভাল করে চেক করে দেখুন তার পর CONTINUE বাটোন চাপুন ।
সাইন-আপ স্টেপ ৫ : ক্যাপিটাল, স্মল এবং সংখ্যা মিলিয়ে সর্ব নিম্ন ৮ ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড
তৈরি করে নিতে হবে যেমন : Dhaka121
সতর্কতা -! @#$%^&*()_+<>?:"| এই ধরনের স্পেসাল ক্যারেক্টার পাসওয়ার্ড হিসবে গ্রহন করা হয়
না ।
সাইন-আপ স্টেপ ৬ : 4 সংখ্যার পাচকোড তৈরি করে নিন যাতে করে আপনার হ্যাণ্ডফোন কারো হাতে পোড়লে অ্যাপে ডুকতে না পারে
সাইন-আপ স্টেপ ৭: আপনার নির্ধািরিত চার সংখ্যার পাচকোড পূনরায চাপুন ।
তৃতিয় পর্ব
Sign In স্টেপ-০১ ঃ স্মার্ট ফোন থেকে ইন্সটলকৃত অ্যাপ ওপেন করে নিম্নের ছবির নির্দেশনা মোতাবেক Sign In বাটনে ক্লিক করতে হবে ।
সময় যে পাচওয়ার্ড তৈরি করে নিয়েছিলেন সে গুলো ব্যাবহার করে নিম্নের ছবির নির্দেশনা মেনে Sign In বাটনে ক্লিক করতে হবে ।
Sign In স্টেপ-০৩ ঃ আপনার তৈরিকৃত চার সংখ্যার পাচকোড চাপুন তাহলে লগিং হয়ে যাবে ।
চতুর্থ পর্ব
Deposit স্টেপ-০১ ঃ ডিপজিট করার জন্য নিম্ন নির্দেশনা মুতাবেক মানিব্যাগ এ ক্লিক করতে হবে ।
Deposit system :
Deposit স্টেপ-০২ ঃ এবার নিম্নের ছবিতে উল্লেক্ষিত পেমেন্ট মেথদ সিলেক্ট করে নিতে পারবেন ।
- NETELLER
- WEBMONEY
- PERFECT MONEY
আমি NETELLER এ ট্যাপ করে পরবর্তি স্টেপে অগ্রসর হলাম ।
Deposit স্টেপ-০৩ ঃ এখানে সর্ব নিম্ন 10USD Deposit করে অভিগ্য ট্রেডারদের কপি করা যায়, বুঝানোর সুবিধার্থে 10 USD Depositকরার জন্য Ammount এর যায়গযয় 10 এবং Currency এর যায়গায় USD সিলেক্ট করে NETELLER Account এর যায়গায় আমার NETELLER এ ব্যাবহৃত মেইল আইডি স্থাপন করেছি এবং SECURE ID এর যায়গায় NETELLER Account এর ৬ সংখ্যা বিাশষ্ঠ SECURE ID স্থাপন করে Continue বাটনে ক্লিক করা হয়েছে যা নিম্নের ছবিতে নির্দেশনার মাধ্যমে বুঝান হয়েছে ।
Deposit স্টেপ-০৪ ঃ এবার শুধু মিলিয়ে দেখবেন প্রদেয় সঠিক হয়েছে কি না, সঠিক হয়ে থাকলে নিম্নের নির্দেশনা মুতাবেক CONFIRM বাটনে িট্যাপ করূন তাহয়ে ডিপাজট সম্পূর্ণ হবে ।
পঞ্চম পর্ব
ক
- রিক্স রেশিও
- কতজন তাকে কপি করছে
- ইনভেস্ট যদি তাকে কপি করে তাহলে প্রফিট এর কত পার্সেন্ট তার সঙ্গে শেয়ার করতে হবে
- কতদিন যাবৎ তিনি এই প্লাটফর্মে ট্রেডিং করছেন
- ট্রেডারের ব্যালেন্সে কত ডলার রয়েছে
- রিক্স রেশিও 10 এর মধ্য 2
- প্রফিট 782℅
- এই ট্রেডার কে 90 জন ইনভেস্টর কপি করছে
- তাকে কপি করার জন্য ইনভেস্টরদের প্রফিট 25 পার্সেন্ট শেয়ার করতে হবে
- তিনি নয় মাস যাবত এই প্লাটফর্মে সংযুক্ত রয়েছেন
Twitter among নামে এক ট্রেডারের প্রোফাইল প্রদর্শিত হচ্ছে যেখানে
- রিক্স রেশিও 10 এর মধ্য 10 যা অত্যন্ত বিপদের কারণ হতে পারে
- প্রফিট 610℅
- এই ট্রেডার কে 392 জন ইনভেস্টর কপি করছে
- তাকে কপি করার জন্য ইনভেস্টরদের প্রফিট 25 পার্সেন্ট শেয়ার করতে হবে
- তিনি 1 মাস যাবত এই প্লাটফর্মে সংযুক্ত
- তিনি নিঃসন্দেহে একজন ভাল ট্রেডার তবে রেশিও খুব বেশি এই ব্যাপারটা আপনাদের মাথায় রেখে ট্রেডার নির্বাচন করতে হবে
- আমি সবুজ সার্কেলের ভিতরে যে প্রোফাইলটি রয়েছে VIG STRATEGY নামে ওই ব্যক্তিকে কপি করতে চাই সেজন্য উক্ত প্রোফাইলে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে গেলাম
Copy Steep 2 : এখানে প্রথম লাল বৃত্তের OVERVIEW প্রথম সবুজ বৃত্তের STATISTICS দ্বিতীয় লাল বৃত্তের Style, দ্বিতীয় সবুজ বৃত্তের Orders এ ক্লিক করে আপনি এই ট্রেডার সম্পর্কে আরো বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারবেন এবং ফাইনালে যদি এই ট্রেডার কে কপি করতে চান তাহলে নিম্নেরOPEN NEW INVESTMENT বাটনে ক্লিক করতে হবে
Copy trade Steep 3 : কপি করা সাকসেস হলে নিচের মত করে স্টপ কঁপি একটা বাটন দেখে নিশ্চিত হতে পারবেন যে আপনি তাকে সঠিক ভাবে কপি করতে পেরেছেন
Copy trade Steep 3 :আপনি কত জনকে কপি করেছেন অ্যাপস টি ওপেন করে মাঝে মাঝে আপনি নজর রাখতে পারবেন সেজন্য নিম্নের ছবিটি অনুসরণ করে নির্দিষ্ট বাটনে ক্লিক করতে হবে ।
উক্ত ট্রেডার তার প্রোফাইলে যেভাবে প্রফিট পেতে থাকবে আপনি আপনার ইনভেস্ট অ্যামাউন্টের আনুপাতিক হারে ঠিক একইভাবে প্রফিট পেতে থাকবেন | উদাহরণস্বরূপ উক্ত ট্রেডরের একাউন্টে যদি 1000 ডলার থেকে থাকে এবং কোন একটি অর্ডার প্রফিটে ক্লোজ করার জন্য 100 ডলার প্রফিট পেয়ে থাকে তাহলে আপনি আপনার 10 ডলার ইনভেস্ট করার জন্য 1 ডলার প্রফিট পেয়ে যাবেন | সুতরাং যত বড় অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন প্রফিট তত বেশি, আপনি যদি ট্রেডারের সমপরিমাণ ইনভেস্ট করেন তাহলে ট্রেডার প্রতি অর্ডার ক্লোজ করার জন্য যে পরিমাণ প্রফিট পাবে আপনি ঠিক একই পরিমাণ প্রফিট পেয়ে যাবেন, 1000 ডলার যদি আপনি এই ক্ষেত্রে ডিপোজিট করতেন তাহলে আপনিও ঠিক 100 ডলার প্রফিট পেয়ে যেতেন |
মার্কেটে অনেক ট্রেডার রয়েছে সেজন্য একজন ট্রেডারের প্রোফাইলে আপনার সম্পূর্ণ ইনভেস্ট করবেন না বরং আপনার উচিত হবে ভালো ভালো ট্রেডার খুঁজে বেশি সংখ্যক ট্রেডার কে কপি করে রাখা তাতে করে বেশ নিরাপদে আপনি প্রফিট পেতে থাকবেন|
Post a Comment