অনলাইনে ছবি বিক্রি করে আয় পর্ব ১ |
আজ আমি আলোচনা করবো, কিভাবে আপনি স্মার্ট ফোন বা মোবাইল দিয়ে তোলা ছবি অনলাইনে বিক্রি করে টাকা আয় করতে পারবেন। এর মধ্যে রয়েছে
- অনলাইনে ছবি বিক্রির Payment Proof?
- ছবি বিক্রির অনলাইন বাজার কেমন?
- কারা আপনার ছবি ক্রয় করবে?
- ছবি বিক্রি করে কত টাকা পাওয়া যায়?
- Exclusive ও Non Exclusive license কি?
- এবং ছবি বিক্রির জনপ্রিয় কিছু ওয়েবসাইট কি কি?
স্টক ফটোগ্রাফি সম্পর্কে নিজের কিছু কথা (Payment Proof):
ছবি বিক্রি করে আয় করার জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে অনেক বেশি আর্টিকেল বা ভিডিও পাবেন যেখানে শুধুমাত্র ওয়েবসাইট গুলোর নাম এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই পর্যন্তই নির্দেশনা দেওয়া থাকে। কিন্তু কিভাবে ছবি আপলোড করবেন, কোন ধরনের ছবি আপলোড করবেন, কোন ধরনের ছবির ডিমান্ড বেশি, এবং কিভাবে পেমেন্ট নেবেন এসব বিষয়ে খুব কমই ধারণা দেওয়া থাকে। অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে পেমেন্ট নেওয়া পর্যন্ত এর মধ্যবর্তী সময় গুলোতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যার বিস্তারিত বেশিরভাগ আর্টিকেল বা ভিডিওগুলোতে পাবেন না। অনলাইনে ভিডিও টিউটোরিয়াল দেখে আপনি যে খুব বেশি শিখতে পারবেন বিষয়টি আসলে তেমন নয়। আপনাকে প্রথমে মাঠে নামতে হবে, এরপর বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে স্টক ফটোগ্রাফি বিষয়ে আপনি ধীরে ধীরে পর্যাপ্ত জ্ঞান অর্জন করবেন। তখন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কোন ধরনের ছবি তুলবেন এবং কোন ধরনের ছবি বিক্রি হয়, আপনি তখন নিজেই বুঝবেন কোন ধরনের ছবির ডিমান্ড কেমন এবং কোন ধরনের ছবি আপনার তোলা উচিত। কিভাবে ছবি বিক্রি করতে হবে এ ধরনের টিউটোরিয়াল প্রায় এক থেকে দেড় বছর যাবত দেখেছি কিন্তু তাতে কোন প্রকার লাভ হয়নি। তাই আপনি যখন ধীরে ধীরে কাজ করা শুরু করবেন তখন এই মার্কেটপ্লেস সম্পর্কে ব্যাপক ধারণা অর্জিত হবে।কোন প্রকার সমস্যা দেখা দিলে আমাকে জানাতে পারেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য।আমি আজ থেকে ছবি বিক্রি করে আয় করার উপর কয়েকটি সিরিজ আর্টিকেল পোস্ট করতে যাচ্ছি। আপনার নিকট যদি DSLR না থাকে তাহলে কোন সমস্যা নেই, আমি নিজেও একজন স্মার্টফোন ফটোগ্রাফার, আমার ও কোনো DSLR নেই, কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়ে তোলা ছবিগুলো অনলাইনে বিক্রি করে ইনকাম করেছি। ইনশাআল্লাহ এই ইনকাম ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা রাখি।
Payment History |
Unpaid Earnings |
Total Earnings |
উপরের ছবিতে আমার "Shutterstock" প্রোফাইলের "Payment Proof" দেখানো হলো। "Shutterstock" এ আমার প্রোফাইল ভিজিট করার জন্য এখানে ক্লিক করুন।
আমি আজ প্রথম পর্বে বিভিন্ন মার্কেটপ্লেস ও তাদের পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো। তার আগেই এই মারকেটপ্লেস সম্পর্কে আমাদের কিছু বিষয় জেনে নেওয়া জরুরী।
ছবি বিক্রির অনলাইন বাজার কেমন?
ছবি বিক্রির অনলাইন বাজারটি কেমন? এমন প্রশ্নের উত্তরে প্রথমে যে কথা বলতে হয় সেটা হল স্টক ফটোগ্রাফি মার্কেটটি আসলে কত বড়।Aritzon এর তথ্য ও গবেষণা মতে, "৫% growth rate" হিসাব অনুযায়ী স্টক ফটোগ্রাফি মার্কেট 2023 সাল নাগাদ "৪ বিলিয়ন ডলার" রেভিনিউ অতিক্রম করবে। ৩০ টির ও বেশি জনপ্রিয় ওয়েবসাইট গুলোতে প্রায় ৪০০+ মিলিয়ন এর ও বেশী ছবি মজুদ রয়েছে।
নিচের চার্টটি লক্ষ্য করুন।
উপরের চার্টটিতে দেখুন, কোন ওয়েবসাইটে কত পরিমাণ ছবি আপলোড করা আছে।
অনলাইনে ছবি কারা কেনেন এবং কেন কেনেন?
আমাদের দেশে অনলাইন থেকে ছবি কেনার খুব একটা প্রবণতা না থাকলেও বাইরের দেশগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। কেননা আমাদের দেশে কপিরাইট আইন তেমন বেশি কড়াকড়ি নয় যেমনটা বাইরের দেশগুলোতে হয়ে থাকে। কিন্তু আপনার যদি কোন ওয়েবসাইট বা ব্লগ কিংবা কোন ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে এই বিষয়টি খুব ভালো বুঝবেন। ওয়েবসাইট বা ব্লগে কোন প্রকার আর্টিকেল লেখার পর সেখানে ছবি যুক্ত করতে হয়, এবং আপনি চাইলেই যেকোনো স্থান থেকে ছবি এনে সংযুক্ত করতে পারবেন না এতে কপিরাইট ক্লেইম আসার সম্ভাবনা রয়েছে। ঠিক এমন ভাবেই বিশ্বব্যাপী অনেক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা, গণমাধ্যম, ব্লগ বা অনলাইনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত তাদের কাজে ব্যবহারের জন্য ছবি কিনে থাকে। এখানে সব ধরনের ছবি বিক্রি হতে পারে। তারা কিন্তু চাইলে গুগোল থেকেও সরাসরি ইমেজ সার্চ করে তাদের কাজে ব্যবহার করতে পারত, কিন্তু এতে তা কপিরাইট আইনের আওতায় পড়বে, তাই তারা বিভিন্ন স্টক ফটোগ্রাফি মার্কেটপ্লেস থেকে ছবি কিনে থাকে।ছবি বিক্রি করে কত টাকা পাওয়া যায়?
এই প্রশ্নের নির্দিষ্ট কোন উত্তর নেই, আপনার ছবি $.25 বা ২০/২২ টাকা থেকে শুরু করে $১০০ বা ৮০০০/৯০০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। আমার নিজেরই একটি ছবি $18 এ বা ১৫০০ টাকায় বিক্রি করেছি। তবে মজার বিষয় হলো আমার সেই ছবিটি ও স্মার্টফোন দিয়েই তোলা। পূর্বেই বলেছি আমার কোন DSLR ক্যামেরা নেই, তাই অনলাইনে আপলোড কৃত আমার সকল ছবি ই মোবাইল দিয়ে তোলা।ছবি বিক্রি করে কত টাকা পাওয়া যায় এমন প্রশ্নের উত্তরে আপনাকে মার্কেট এনালাইসিস রেভিনিউ মডেল (Market Analysis Revenue Model) সম্পর্কে ধারণা দেওয়া যেতে পারে।
নিচের চার্টটি লক্ষ্য করুন, কোন কোম্পানি কত (%) পারসেন্ট প্রফিট দিয়ে থাকে তার একটি চার্ট দেওয়া হল।
উপরের ছবিটিতে লক্ষ্য করুন "Shutterstock" ২০%-৩০% revenue দিয়ে থাকে প্রতিটি ছবির জন্য এবং এখানে শুধুমাত্র "Non-Exclusive" লাইসেন্স এ ছবি আপলোড করা যায়। অন্যদিকে "Alamy" ৫০% এর মতো revenue দিয়ে থাকে। Alamy তে আপনি Exclusive এবং No exclusive উভয় ভাবেই ছবি আপলোড করতে পারবেন। এছাড়া, Getty Images, 123rf, Dreamstime, Bigstock Photo, iStock Photo, FreeDigitalPhotos, Fotolia এবং PhotoDune এর revenue ও দেওয়া রয়েছে।
Stock Photography Market সম্পর্কে ইংরেজি Article পড়তে এখানে ক্লিক করুন।
Exclusive ও Non Exclusive license কি?
Exclusive license photo: Exclusive license হল আপনি আপনার ছবি কেবল একটিমাত্র ওয়েবসাইটে বিক্রির জন্য আপলোড করতে পারবেন। উদাহরণস্বরূপ বলতে গেলে, মনে করুন আপনি একটি ছবি "Alamy" তে "Exclusive license" এ আপলোড করেছেন। সুতরাং আপনি উক্ত ছবিটি আর কোন মার্কেটপ্লেসে বিক্রির জন্য আপলোড করতে পারবেন না। উল্লেখিত ছবি আপলোড করার সময় Exclusive অথবা Non Exclusive select করে দিতে হবে। তবে "Shutterstock" এ সকল প্রকার ছবি "Non Exclusive license" এ আপলোড হয়, এখানে Exclusive license দেওয়া হয় না। Exclusive license এ তুলনামূলকভাবে বেশি টাকা পাওয়া যায়।
Non Exclusive license: Non Exclusive license হলো আপনি আপনার একটি ছবি বিভিন্ন ওয়েবসাইটে বিক্রির জন্য আপলোড করতে পারবেন। Non Exclusive license লাভের পরিমাণ তুলনামূলক কম।
তবে আমি আপনাকে সাজেস্ট করব, সব সময় Non Exclusive license এ ছবি আপলোড করবেন। কেননা এতে আপনার ছবি বিক্রি হবার সম্ভাবনা বেশি থাকবে।
Exclusive এবং Non Exclusive license সম্পর্কে বিস্তারিত পরবর্তী পর্বে আলোচনা করব।
নিচে কয়েকটি স্টক ফটোগ্রফি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হলো:
Shutterstock
Shutterstock Contributor |
সবার প্রথমে বলা যাক Shutterstock এর কথা। স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল Shutterstock। আপনি খুব সহজেই সেখানে অ্যাকাউন্ট তৈরি করে ছবি আপলোড করতে পারবেন। বিভিন্ন সাইটের আর্টিকেল এবং ইউটিউব ভিডিওতে বলা হয়ে থাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করার পর কমপক্ষে 10 টি ছবি আপলোড করতে হবে যেটা সম্পূর্ণ মিথ্যা। আপনি একাউন্ট খুলে মাত্র দুই থেকে তিনটি ছবি ও আপলোড করতে পারবেন। আমি নিজে ও Shutterstock কাজ করি।
অন্যান্য ওয়েবসাইটগুলোতে আপনার ছবি বিক্রি হবার সম্ভাবনা যতটুকু তার থেকে অন্তত দুই গুণ বেশি সম্ভাবনা রয়েছে "Shutterstock" এ। এর বড় কারণ হলো Shutterstock এর Audience। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ Online Marketer তাদের প্রয়োজনীয় ছবি খুঁজে থাকেন এই সাইটে। আর সেই সাথে Shutterstock ও পাল্লা দিয়ে তার Audience দের চাহিদা পূরণ করে যাচ্ছে প্রতিনিয়ত।
এখানে Client এর Subscription plans এর উপর ভিত্তি করে টাকা দেওয়া হয়ে থাকে। যেমন Shutterstock এর কোন নিয়মিত Subscriber যদি আপনার ছবি ক্রয় করে তাহলে টাকার পরিমাণ একটু কম পাবেন, আবার যদি এমন কেউ আপনার ছবিটি ক্রয় করেন যিনি Shutterstock এর নিয়মিত সাবস্ক্রাইবার নন সে ক্ষেত্রে টাকার পরিমাণ একটু বেশি। আবার Higher Plans এর কোন Subscriber যদি কেউ আপনার ছবি ক্রয় করেন তাহলে বেশি পরিমাণ এমাউন্টের টাকা পাবেন। Shutterstock এ আপনি সর্বনিম্ন $.25 থেকে শুরু করে $120 পর্যন্ত প্রত্যেক ডাউনলোডের জন্য আয় করতে পারবেন। এবং একজন Contributor হিসাবে আপনাকে বিকৃত টাকার পরিমাণের 20% - 30% দেওয়া হবে।
আপনি অবশ্যই ভাবতে পারেন টাকার পরিমাণটা খুবই কম। কিন্তু এখানে মার্কেটপ্লেস টাও হিসাব করতে হবে। যেমন আমার কথাই বলা যাক, স্টক ফটোগ্রাফিতে কাজ করার শুরু থেকে আমি কেবল মাত্র Shutterstock থেকে উপার্জন করতে পেরেছি এবং পেমেন্ট পেয়েছি। কিন্তু বাকি অন্য স্টক ফটোগ্রাফি গুলোতে আমার ছবি বিক্রি সংখ্যা খুবই নগণ্য। তাই টাকার পরিমাণ কম হলেও Shutterstock এ যেমন বেশি বিক্রির সুবিধা রয়েছে তেমনি রয়েছে পেমেন্টের নিরাপত্তা ও।
ভালো মানের অর্থ ইনকাম করার জন্য আপনাকে নিয়মিত ছবি আপলোড করতে হবে। ছবির সাথে আপনি এখানে ভিডিও আপলোড করতে পারেন। ভিডিওতে লাভের পরিমাণ ছবির থেকে অনেক বেশি। তবে আমি আপনাকে সাজেস্ট করবো শুরুতে শুধুমাত্র ছবি নিয়ে কাজ করুন। কারণ ভিডিওগ্রাফি একটু এক্সট্রিম লেভেলের। তাই ছবিতে সফল হয়ে ভিডিওতে কনভার্ট করা ভালো।
Shutterstock সম্পর্কে আরও কিছু তথ্য নিচে দেওয়া হল:
- আপনি এখানে খুব সহজেই মোবাইল দিয়ে তোলা ছবিগুলো আপলোড করতে পারবেন। আমি নিজেও একজন স্মার্টফোন ফটোগ্রাফার এবং Shutterstock এ আপলোড কৃত সকল ছবি স্মার্ট ফোন দিয়ে তোলা।
- Shutterstock এর সকল লাইসেন্স Non Exclusive, সুতরাং এখানে আপলোড কৃত সকল ছবি আপনি চাইলে অন্য যেকোন সাইটে পুনরায় বিক্রির জন্য আপলোড করতে পারবেন।
- এখানে Enhanced license এ ও ছবি বিক্রি হয়, তাই সেখান থেকে বড় একটা অ্যামাউন্ট আয় করা সম্ভব।
- আপনি Shutterstock থেকে Skrill এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
Shutterstock এ অ্যাকাউন্ট তৈরি করতে এখানে ক্লিক করুন।
Alamy |
Shutterstock এরপরই বলা যেতে পারে Alamy এর কথা। Alamy প্রায় বিক্রির ৫০% দিয়ে থাকে Contributor দের। তবে আপনি যদি Student হন তাহলে ৬০%- ৭০% পর্যন্ত revenue পেতে পারেন। অর্থাৎ তারা Student দের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে। Alamy মূলত প্রফেশনাল ফটোগ্রাফার দের জন্য একটি পার্ফেক্ট মার্কেটপ্লেস। স্মার্ট ফোন দিয়ে তোলা ছবি Alamy তে বিক্রি করা খুবই কঠিন। স্মার্ট ফোনের ছবি তারা গ্রহন করে না বললেই চলে। তবে আপনার যদি একটি DSLR থাকে তাহলে এখানে কাজ শুরু করতে পারেন। এখানেও প্রচুর সংখ্যক Online Marketer প্রতিনিয়ত তাদের চাহিদা মোতাবেক ছবি কিনে থাকে। তবে এক্ষেত্রে আপনাকেও একটু প্রফেশনাল হতে হবে।
Alamy তে নির্দিষ্ট সময় পরপর ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং আপনি চাইলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক বড় পরিমাণ এমাউন্ট টাকা উপার্জন করতে পারেন। Alamy প্রত্যেক মাসের শুরুর দিকেই আপনাকে আপনার পেমেন্ট পাঠিয়ে দেবে। অর্থাৎ ন্যূনতম পেমেন্ট সার্কেল পার হলেই পেপাল বা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আপনাকে তারা টাকা পাঠিয়ে দেবে।
Alamy account তৈরি করতে এখানে ক্লিক করুন।
123rf |
123rf ও খুবই জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এখানে আপনি স্মার্ট ফোন দিয়ে তোলা ছবি সহজেই আপলোড করে ইনকাম করতে পারবেন। 123rf মার্কেটপ্লেস টি অন্য সব মার্কেটপ্লেস থেকে একটু ভিন্ন। এখানে আপনি অংশগ্রহণ এর উপর ভিত্তি করে রয়েলিটি জেনারেট হয়ে থাকে। অর্থাৎ আপনি যত বেশি ছবি আপলোড করবেন আপনার উপার্জন ততো বেশি বৃদ্ধি পাবে। নিয়মিত ভাবে কাজ করতে পারলে আপনি এই ওয়েবসাইট থেকে ৩০% থেকে শুরু করে ৬০% পর্যন্ত রেভিনিউ ইনকাম করতে পারবেন।
123rf এ account তৈরি করতে এখানে ক্লিক করুন।
Dreamstime |
Dreamstime ও অনেক জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এখানে বাংলাদেশের অনেক Contributor আছেন যারা প্রতিনিয়ত ছবি আপলোড করে থাকেন। এই মার্কেটপ্লেসের আরো একটি সুবিধা হলো এখানে আপনি অন্যদের ফলো করতে পারবেন। অর্থাৎ কি কতগুলো ছবি আপলোড করেছে এবং কার কোন ছবি কতোবার ডাউনলোড হয়েছে তার সবকিছুই এখানে দেখা যায়। অর্থাৎ যার মাধ্যমে আপনি আপনার কাজের অনেক Improvement করতে পারবেন।
Dreamstime ও Shutterstock এর মত subscribe plan দিয়ে থাকে। এখানে আপনি ছবি এবং ভিডিও ফুটেজ দুটি আপলোড করতে পারবেন। এবং চাইলে আপনার কনটেন্ট এর Price ও বাড়াতে পারবেন।
এখানে সর্বনিম্ন পেমেন্ট সার্কেল হলো 100 ডলার। অর্থাৎ পেমেন্টের জন্য আপনাকে কমপক্ষে 100 ডলার ইনকাম করতে হবে।
Dreamstime এ Account তৈরি করার জন্য এখানে ক্লিক করুন।
Adobe Stock |
Adobe Stock হলো জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা কোম্পানি Adobe এর একটি অনলাইন মার্কেটপ্লেস। এখানেও আপনি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে খুব সহজেই আপনার ছবি ও ভিডিও বিক্রি করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে একটু প্রিমিয়াম লেভেলের ছবি আপলোড করতে হবে। কারন বেশি ভাগ Online Marketer রা এখানে Premium image or video কেনার জন্য আসে। এখানে আপনি 33% থেকে শুরু করে 63% পর্যন্ত রেভিনিউ জেনারেট করতে পারবেন। Fotolia এবং Adobe stock এখন একই কোম্পানি। Adobe stock PayPal এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।
Adobe stock এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করুন।
Bigstock |
Bigstock ও ছবি বিক্রির জন্য অনেক জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। এটি 2004 সালে তাদের যাত্রা শুরু করে। কিন্তু 2009 সালে Shutterstock এই মার্কেটপ্লেস কি কিনে নেয়। বর্তমানে Bigstock হলো Shutterstock এর একটি অংশ। Bigstock অনলাইন মার্কেটারদের জন্য এক সপ্তাহ ফ্রী সাবস্ক্রিপশন দিয়ে থাকে। এখানে আপনি Exclusive ও Non Exclusive উভয় লাইসেন্সে ছবি আপলোড করতে পারবেন।
Bigstock এ ন্যূনতম পেমেন্ট সার্কেল হলো 100 ডলার। অর্থাৎ পেমেন্টের জন্য আপনাকে কমপক্ষে 100 ডলার ইনকাম করতে হবে।
Bigstock এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করুন।
Getty Image |
Getty Image ও অনেক জনপ্রিয় একটি মার্কেটপ্লেস কিন্তু এখানকার সবচেয়ে বড় সমস্যা হল এখানে সবচেয়ে কম মূল্যে আপনার ছবি বিক্রি হতে পারে। যেমন আপনার একটি ছবি সর্বনিম্ন $.05 এ বিক্রি হতে পারে যা খুবই দুঃখজনক।
Getty Image ও iStock বর্তমানে একই কোম্পানি।
Getty Image এ তৈরি করতে এখানে ক্লিক করুন।
প্রশ্নোত্তর পর্ব
স্টক ফটোগ্রাফি সম্পর্কে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং তার উত্তর:
প্রশ্ন: আমি কি একটি ছবি বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে পারব?
উত্তর: হ্যাঁ অবশ্যই পারবেন। তবে এর জন্য আপনাকে Non Exclusive license এ ছবি আপলোড করতে হবে।
Exclusive ও Non Exclusive license এ কিভাবে আপলোড করবেন তা জানতে এখানে ক্লিক করুন।
প্রশ্ন: আমি কি যে কোন মানুষের ছবি তুলে আপলোড করতে পারব?
উত্তর: হ্যাঁ আপনি যেকোন মানুষের ছবি তুলে আপলোড করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে Model Release Form সংযুক্ত করতে হবে। তবে আপনি যদি Editorial category তে ছবিটি আপলোড করেন তাহলে কোন প্রকার Model Release Form সংযুক্ত করতে হবে না।
Editorial ও Commercial photo কি এবং তা কিভাবে আপলোড করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
প্রশ্ন: আমি কি আমার একই ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে পারব?
উত্তর: অবশ্যই পারবেন সেক্ষেত্রে ছবির মত Non Exclusive license এ আপলোড করতে হবে।
Exclusive ও Non Exclusive license এ কিভাবে আপলোড করবেন তা জানতে এখানে ক্লিক করুন।
এগুলো ছাড়াও অনেক জনপ্রিয় মার্কেটপ্লেস রয়েছে। তবে কাজ করার সুবিধার্থে আমি এগুলো সাজিয়ে আলোচনা করেছি। মূলত যারা বিগিনার তাদের জন্য এই আর্টিকেলটি। অর্থাৎ স্মার্ট ফোন দিয়ে খুব সহজেই আপনি ছবি তুলে ইনকাম করতে পারবেন। তাই ছবি তুলে অযথা ফেলে না রেখে তা বিভিন্ন মার্কেটপ্লেসে বিক্রি মাধ্যমিক প্যাসিভ ইনকাম এর একটি ব্যবস্থা করতে পারেন। এটি আমার ছবি বিক্রি করে ইনকাম এর প্রথম আর্টিকেল, পরবর্তী আর্টিকেল গুলোতে আমি বিভিন্ন মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। অনুগ্রহ করে সাথে থাকবেন। ধন্যবাদ।
Post a Comment