Shutterstock Account Create |
Shutterstock Contributor - কিভাবে Shutterstock এ অ্যাকাউন্ট তৈরি এবং অ্যাকাউন্ট ১০০% কমপ্লিট করবেন।
Shutterstock সম্পর্কে কিছু কথাঃ
Shutterstock হল স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। আপনি খুব সহজেই এখানে ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করে ছবি আপলোড করতে পারবেন। অনেক ইউটিউবার ও ব্লগার এর মতে Shutterstock এ অ্যাকাউন্ট তৈরি করার পর কমপক্ষে 10 টি ছবি আপলোড করতে হবে। কিন্তু কথাটি সত্য নয় এখানে আপনি চাইলে মাত্র দুই থেকে তিনটি ছবি আপলোড করে আপনার যাত্রা শুরু করতে পারেন। আমি নিজেও Shutterstock এ কাজ করি।অন্যান্য ওয়েব সাইট গুলো থেকে এখানে আপনার ছবি বিক্রি হবার সম্ভাবনা অন্তত দুই থেকে তিনগুণ বেশি, এর কারণ হলো Shutterstock এর বৃহৎ Audience। অর্থাৎ অন্যান্য ওয়েবসাইটগুলো থেকে এখানে Buyers এর সংখ্যা অনেক গুণ বেশি। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ Online Marketer তাদের প্রয়োজনীয় ছবি খুঁজতে Shutterstock এ আসেন। আর চাহিদা মোতাবেক দিন দিন Shutterstock ও তার Audience দের চাহিদা পূরণ করে যাচ্ছে।
"Shutterstock" "Online Marketer" দের Subscription Plans প্রদান করে এবং সেই অনুযায়ী Contributor দের পেমেন্ট দিয়ে থাকে। এখানে আপনি প্রতি ডাউনলোডের জন্য সর্বনিম্ন $.25 থেকে শুরু করে $120 পর্যন্ত ইনকাম করতে পারেন। আপনার ছবিটি যে দামে বিক্রি হবে আপনি তার ২০% - ৩০% পাবেন।
টাকার পরিমাণটা খুবই কম মনে হতে পারে। কিন্তু এখানে মার্কেটপ্লেস দাও হিসাবের বিষয়। যেমন নিজের কথাই বলা যাক, স্টক ফটোগ্রাফিতে কাজ শুরু করার পর থেকে কেবল মাত্র Shutterstock থেকে উপার্জন করতে পেরেছি এবং পেমেন্ট ও পেয়েছি। এবং বাকি ওয়েবসাইটগুলোতে বিক্রির পরিমাণ খুবই নগণ্য। তাই Shutterstock এ টাকার পরিমাণ কম হলেও এখানে অনেক সুবিধা এবং পেমেন্ট নিরাপত্তা রয়েছে।
কিভাবে Shutterstock এ অ্যাকাউন্ট তৈরি করবেন
Shutterstock এ একাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করুন। এরপর নিম্নের পেজ প্রদর্শিত হবে এখানে উপরে ডানপাশে "Sign up" বাটনে ক্লিক করুন।Shutterstock Sign up page |
Shutterstock create account |
প্রথম ধাপ: সতর্কতার সঙ্গে উক্ত ফর্মটি পূরণ করুন।
Full Name: এখানে আপনার NID কার্ড বা Passport এ উল্লেখিত সম্পূর্ণ নাম টাইপ করুন।
Display Name: এখানে আপনি যে নামটি Buyers দের নিকট প্রদর্শিত করতে চান সেই নামটি লিখুন। এখানে আপনি বিশেষ ছদ্মনাম ও ব্যবহার করতে পারেন।
Email Address: এখানে আপনি আপনার ইমেইল এড্রেসটি টাইপ করুন।
Password: এখানে আপনার একাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটিত কমপক্ষে ৮ সংখ্যার হতে হবে এবং অন্ততপক্ষে একটি Capital Character থাকতে হবে।
এরপর "I agree" বক্সটি মার্ক করে Next এ ক্লিক করুন। রেজিস্ট্রেশন এর প্রথম ধাপ কমপ্লিট হয়েছে।
Email confirmation Shutterstock |
এখন আপনার প্রদানকৃত ইমেইলটি চেক করুন। Shutterstock আপনাকে একটি কনফার্মেশন মেইল পাঠাবে।
Shutterstock confirm email |
Shutterstock Address Verify |
এখানে আপনার ঠিকানা দিতে হবে। যেহেতু এটি অর্থ আয়ের এর সাথে সম্পৃক্ত তাই অনুগ্রহ করে আপনার সকল সঠিক তথ্য গুলো দিবেন। আপনার NID বা Passport এ উল্লেখিত ঠিকানা এখানে প্রদান করুন।
Country: Country তে বাংলাদেশ সিলেক্ট করুন।
Address: এখানে আপনার লোকাল ঠিকানা প্রদান করুন যদি Address লাইনে না হয় তাহলে Address Line 2 ব্যবহার করতে পারেন। অন্যথায় Address Line 2 বাদ দিতে পারেন।
City, Zip Code, State: এখানে আপনি কোন শহরে থাকেন এবং সেখানকার পোস্টাল কোড বা জিপ কোড প্রদান করুন।
Phone Number: এখানে আপনাকে আপনার ফোন নাম্বার প্রদান করতে হবে।
এখন আপনি যে ঠিকানায় থাকেন এবং যে ঠিকানায় চিঠি আসবে দুটোই যদি একই ঠিকানা হয় তাহলে নিচে বক্সটিতে মার্ক করুন এবং Next এ ক্লিক করুন। আপনি যদি চান তাহলে দুটো আলাদা ঠিকানাও প্রদান করতে পারেন।
Shutterstock registration process |
ছবি আপলোড করতে হলে আপনাকে Upload Image এ ক্লিক করুন। কিভাবে ছবি আপলোড করবেন তা জানতে এখানে ক্লিক করুন।
আজকের দ্বিতীয় পর্বে আমি অ্যাকাউন্ট তৈরি এবং একাউন্ট কমপ্লিট করার বিষয়ে আলোচনা করব তাই অনুগ্রহ করে "Go to dashboard" এ ক্লিক করুন।
Shutterstock dashboard |
Shutterstock Payment Method |
Payment Method: Shutterstock তিনটি Payment method এর মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকে।
- Payoneer
- Paypal
- Skrill
আপনি আপনার পেমেন্ট মেথড টি সিলেক্ট করুন।
Payout Email: এখানে আপনার Payoneer, Paypal বা Skrill এর Email দিতে হবে।
Minimum Payout: এখানে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট দিবেন সেই পরিমাণ অ্যামাউন্ট ইনকাম হলেই Shutterstock অটোমেটিক ভাবে আপনার Payoneer, Paypal, Skrill এ পাঠিয়ে দিবে। এখানে সর্বনিম্ন 35 ডলার সিলেক্ট করতে হবে। অর্থাৎ পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে কমপক্ষে 35 ডলার ইনকাম করতে হবে।
এখন "Save Settings" এ ক্লিক করুন। আপনার পেমেন্ট মেথড টি অ্যাড হয়ে গিয়েছে।
Shutterstock Profile Complete |
প্রোফাইল কমপ্লিট করার জন্য উপরে ডানপাশে আপনার নামের উপর ক্লিক করে "Personalize My Portfolio" তে ক্লিক করুন।
এখন এখানে আপনার তথ্য প্রদান করতে হবে যেমন আপনি কি ধরনের কাজ করেন, কোন ইকুইপমেন্ট ব্যবহার করেন, এবং আপনার সোশ্যাল কন্ট্রাক্ট ইনফরমেশন গুলো। বুঝতে সমস্যা হলে নিচের ইনস্ট্রাকশন গুলো অনুসরণ করুন।
Contributor Type: এখানে Contributor type এ Photographer সিলেক্ট করুন। আপনি চাইলে Videographer এবং Illustrator ও Add করে নিতে পারেন।
Styles: আপনি কোন ধরনের ছবি তুলতে ভালবাসেন এবং আগ্রহী এখানে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করুন।
Subject: এখানে আপনি কোন বিষয় এবং কোন ধরনের ছবি বিক্রি করতে চান সেগুলো সিলেক্ট করুন। এটা অনেকটা Styles এর মতই।
Equipment: আপনি কোন ক্যামেরা বা ডিভাইস দিয়ে ছবি তোলেন সেই ডিভাইজের নামটি প্রদান করুন। যদি স্মার্ট ফোন ফটোগ্রাফার হন তাহলে আপনার ফোনের মডেল নাম্বার টি এখানে দিন। অন্যথায় যদি DSLR থাকে তাহলে সেটি টাইপ করুন। অর্থাৎ ডিভাইস ব্যবহার করুন না কেন তার মডেল নাম্বারটি টাইপ করুন।
Tagline: এখানে আপনার প্রোফাইলের ট্যাগগুলো টাইপ করুন। অর্থাৎ আপনি ফটোগ্রাফার নাকি ভিডিওগ্রাফার এবং কোন কোন বিষয়ের উপর আপনার ইন্টারেস্ট রয়েছে এবং কোন ধরনের ছবি বিক্রি করতে চান। এখানে সর্বোচ্চ 150 ক্যারেক্টারে লিখতে পারবেন। তাই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করুন।
Location: এখানে Country সিলেক্ট করুন।
Website: এখানে আপনার কোন ওয়েবসাইট ব্লগ বা ইউটিউব চ্যানেল থাকলে তার লিংক প্রদান করুন।
Shutterstock Profile Complete 2 |
Biography: এখানে আপনার সম্পর্কে কিছু টাইপ করুন। সর্বোচ্চ 2 হাজার ক্যারেক্টর পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
উপরে উল্লেখিত সবগুলো ফিল্ড পূরণ করতে হবে নতুবা আপনার প্রোফাইল 100% কমপ্লিট হবে না।
এখন আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। আপনি চাইলে এখন থেকেই ছবি আপলোড করা শুরু করতে পারেন। আজ দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে কিভাবে ছবি আপলোড করবেন তা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী পর্বের জন্য এখানে ক্লিক করুন।
যেকোন সমস্যা নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।
Post a Comment