Neteller এর Pertner হওয়া মোটেও কঠিন কাজ নয়




Neteller অ্যাফিলিয়েট  প্রোগ্রাম ঃ সারা দুনিয়া জুড়ে Affiliate Marketing  এক জনপ্রিয় আউটসোর্সিং এর মাধ্যম হিসাবে বিবেচিত, এই মাধ্যম ব্যাবহার করে ঘরে থেকেই উপার্যন করা  যায় বৈদেশিক মুদ্রা । আপনারা অনেকেই  Neteller Wallet ব্যাবহার করে থাকেন শুধু মাত্র অন্য কোন আউট সোর্সিং এর মাধ্যম থেকে অর্থ উত্তলনের ক্ষেত্রে কিন্তু এই NETELLER এর অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জনের প্রক্রিয়া হয়তো আপনার অজানা, এই অজানা বিষয়টি আপনাদেরকে জানানো জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অনুসরণ করে খুব সহজে আপনি এই উপার্জনের পথ তৈরির পথে অগ্রসর হতে পারবেন, যার মাধ্যমে উন্মচিত হবে আপনার জন্য চমকপ্রদ এক আয়ের মাধ্যম, তবে এর জন্য Paysafe কর্তিপক্ষের কাছে পার্টনার হতে চেয়ে আবেদন করতে হবে । যদি আপনার  NETELLER এর একটি Wallet থেকে থাকে তাহলে কাজটা আরো বেশি সহজ হবে ।যদি না থাকে তবে আপনার প্রথম কাজ হবে একটি   NETELLER WALLET  তৈরি করা এবং সেটিকে ভেরিফাইড করে নেওয়া, এছাড়া আরো যেসব উপকরণ প্রয়োজন হবে তা নিম্নে প্রদান করা হবে তার আগে Paysafe সম্পর্কে অজানা কিছু তথ্য অবশ্যই আপনাদের জানাতে চাই ।

 PAYSAFE সম্পর্কে অজানা তথ্যঃ এটি একটি অনলাইন মাল্টিন্যাশনাল পেমেন্ট FCA (Financial Conduct Authorization ) কর্তিক রেগুলেটেড কোম্পানি | Electronics money, digital wallet ভিত্তিক এই পতিস্থানের সদর দপ্তর লন্ডনে এরা 1996 সাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে বিশ্বব্যাপী তাদের সেবা প্রদান করে চলেছে, Neteller এবং Skrill এর একটি ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে এই ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার করার সুবিধা উন্মুক্ত রেখেছে এবং তাদের এই ওয়ালেট থেকে লোকাল ব্যাংকে অর্থ উত্তোলনের ব্যবস্থা রেখেছে, এছাড়া অতিরিক্ত সুবিধা হিসাবে  Neteller থেকে Skrill এবং Skrill থেকে Neteller এ এই ইলেকট্রনিক্স মানি এক্সচেঞ্জ করার সুবিধা চালু রেখেছে এ ছাড়া এ WALLET ব্যাবহার করে অনলাইনে কেনাকাটা করে পেমেন্ট করার পদ্ধতি চালু রয়েছে  । গ্রাহকদের আর্থিক নিরাপত্তার কথা ভেবে তারা দুই স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু রেখেছে এতে করে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই।

আবেদনের উপকরণ সমূহ ঃ
  • Neteller Verified Wallet .
  • Neteller wallet Mail ID.
  • Neteller Wallet Number.
  • Skype Id.
  • Won wave site 
স্কাইপ আইডি না থাকে তাহলে খুব সহজে সেটি করে নিতে পারবেন এবং ওয়েবসাইট অবশ্যই আপনার আছে যদি না থেকে থাকে তাহলে অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করে মাসে মিনিমাম 10 হাজার ভিজিটর পাচ্ছেন এমন অবস্থায় আপনাকে নেটেলার এর অ্যাফিলিয়েট নেওয়ার জন্য নিম্নে উল্লেখিত ফরমটি রেজিস্ট্রেশন করতে হবে |উক্ত উপকরণ থাকলে আপনি রাজকীয় উপার্যনে পথে অগ্রসর হবার জন্য মানুষিক ভাবে প্রস্তত হতে পারেন ।


আবেদন করার নিয়ম ঃ আবেদন করার জন্য Registration Form পূরন করতে হবে   , Paysafe কর্তিক আপনার আবেদনটি যাচায় বাছাই করে Approved  করতে সর্বচ্চ 48 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে । Approved হলে আপনি LOGIN করার পর ব্যানার এবং লিংক পেয়ে যাবে মার্কেটিং টুলস হিসাবে । আপনার মার্কেটিং টুরস ব্যাবহার করে যত সংখ্যাক Neteller Account তৈরি হবে তাদের পেমেন্ট এবং ট্রানজাকশন চার্জের 20% Paysafe কর্তিক আপনাকে পার্টনারশিপ কমিশন প্রদান করা হবে এবং এই কমিশন প্রতি মাসের 16 তারিখে সয়ংক্রিয়বাবে আপনার Neteller Personal Account- এ চলে আসবে ।

আবেদন করার জন্য প্রথমে Affiliate পেজে প্রবেশ করতে হবে তারপর Registration Form পূরন করতে হবে তিনটি স্টেপে ঠিক সেভাবে যেবাবে আমি নিম্নের টি করেছি
  1. Personal 
  2. Payment 
  3. Additional 
Personal : এখানে স্পেস বিহীন একটি ইউজার নেম তৈরি করবেন যেমন jahirulislam এবং পছন্দমত একটা পাসওয়ার্ড তৈরি করবেন তারপর ছবির নির্দেশনা মোতাবেক ফরমটি যথাযথভাবে ফিলাপ করে পরবর্তী স্টেপে চলে যাবেন |


 Payment : এখান থেকে উপার্জিত কমিশন আপনি আপনার NETELLER WALLET এ প্রতি মাসের ১৬ তারিখে পেয়ে যাবেন সেজন্য আপনার পার্সোনাল NETELLER WALLET  নাম্বার এবং NETELLER WALLET এ ব্যবহৃত ইমেইল আইডিটি নিম্নের নির্দেশনা মোতাবেক পূরণ করার পর পরবর্তী স্টেপে চলে যেতে হবে

 Additional :অ্যাডিশনাল ইনফর্মেশন একটু ভিন্ন তার সুরে কথা বলে সেজন্য বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখবেন,
এখানে আপনার ওয়েবসাইটটির ইউআরএল স্থাপন করবেন নিচের নিয়ম অনুসরণ করে,
ক্যাটাগরি উল্লেখ করবেন আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি সেটা উল্লেখ করবেন, আপনার টার্গেট এরিয়া উল্লেখ করবেন যেমন আমি এখানে এশিয়া উল্লেখ করেছি, আপনার সাইটটি কোন ভাষায় লেখা হয়েছে সেটি উল্লেখ করবেন
How did you hear about : আপনি যেহেতু NETELLER এর এফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে আমাদের এই ব্লক থেকে জানতে পেরেছেন সেতু এখানে আপনি সিলেক্ট করবেন Reffered by affiliate.
How many unik visitor does your favorite: যেহেতু মিনিমাম 10000 ইউনিক ভিজিটর আপনার ওয়েবসাইটে থাকতে হবে যদি তারও বেশি থেকে থাকে তাহলে সেটি উল্লেখ করবেন
এবার গ্রীন মার্কিং এরিয়াতে দুইটা টিক চিহ্ন বসিয়ে দিবেন তারপর Join now বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার রেজিস্ট্রেশন ফরম টি সাবমিট হয়ে যাবে এবং যাচাই-বাছাই শেষে passage আপনাকে ইমেইলের মাধ্যমে কনফার্মেশন দিয়ে দেবে সর্বোচ্চ 48 ঘন্টা সময়ের মধ্যে |






ক্লাইন্ট পাবার জন্য যে কাজ গুলি করতে হবে ঃ

  • Affiliate ব্যানার গুলো আপনার েওয়েভসাইটে সংযাক্ত করতে হবে ।
  • Affiliate  লিংক সোসাল মিডিয়াতে ছড়িয়ে দিবেন ।
  • Video তৈরি করে fsacebook  এবং Youtube চ্যানেলে আপলোড করে প্যচুর সংখ্যাক ক্লাইন্ট পেতে পারেন ।
  • ডিরেক্টলি আপনার লিঙ্ক ব্যবহার করে আপনি আপনার বন্ধুদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবেন
আপনি এই সব পন্তায় কাজ করতে পারেন অখবা যেটি আপনি  বেশি ভাল পারেন সেটি নিয়ে মার্কেটিং কনতে পারেন । 

0/Post a Comment/Comments

Previous Post Next Post